পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের নব গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে পর্তুগালে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী এবং সংগঠনটির শীর্ষ নেতা ও নীতি নির্ধারকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে আহসান উল্লাহ সরকারকে সভাপতি ও কাজী মাইনুর ইসলামকে সাধারণ সম্পাদক, আনোয়ার হোসাইন ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
কাজী এমদাদ মিয়াকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম সহ ৫জন সহ-সভাপতি পদে, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: স্বপন সামি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ইকরাম রাজা, প্রচার সম্পাদক তামিম আহমেদ রাফি ভূঁইয়া, দপ্তর সম্পাদক আহমেদ যোবায়েলসহ ৪ জন সাংগঠনিক সম্পাদক, ১৮জন সম্পাদক, ১১ জন কার্যকরী সদস্য সহ ৬৭ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়ীয়া অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের নবগঠিত কমিটি গঠনের পর নব নির্বাচিত সভাপতি আহসান উল্লাহ সরকার তাৎক্ষণিক শুভেচ্ছা বক্তব্যে, পর্তুগালে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়ার সকল প্রবাসীকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সকল দল মত পার্থক্যকে বিলিন করে বাংলাদেশ কমিউনিটির সাথে ব্রাহ্মণবাড়ীয়ার সেতু বন্ধন বিনির্মাণে শুধু নিজেদের আঞ্চলিকতা উন্নয়নে কাজ নয়, সকল জেলাবাসী তথা বাংলাদেশ কমিউনিটিতে ঐক্যবদ্ধভাবে সামাজিক সাংস্কৃতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার দৃঢ়তা ব্যক্ত করেছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জানিয়েছেন, পর্তুগালের সরকারি আইনকানুন অনুসরণ করে উক্ত সংগঠনের সকল ধাপ সম্পন্ন করা হয়েছে যা গতানুগতিক অন্যান্য সংগঠনের মধ্যে দেখা যায়না। ফলে ব্রাহ্মণবাড়িয়া অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল সাংগঠনিকভাবে সকল সাংগঠনিক রীতিনীতি মেনে সবাইকে নিয়ে সফলভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন