অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনকর্পোরেটেড’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের মিন্টুস্থ নিজস্ব ভবন ১৩-১৭ ঈগল ভিউ রোডে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৩-২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির (ইসি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার ডা. তোজাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ১২ জন পদাধিকারী এবং সাতজন কার্যনির্বাহী সদস্যের নাম ঘোষণা করেন।
ড. আনিসুল আফসার সভাপতি, সাইফুল ইসলাম সহ সভাপতি-১, হাবীব ভূইয়া সহ সভাপতি-২, সাদিকুর রহমান খান সাধারণ সম্পাদক, আলমগীর কবীর যুগ্ম সম্পাদক-১, মো. জাহিদ ফারহান যুগ্ম সম্পাদক-২, জাহেরুল ইসলাম কোষাধ্যক্ষ, এটিএম মোরশেদুল ইসলাম প্রচার এবং প্রকাশনা সম্পাদক, ড. আবুল কাশেম শিক্ষা সম্পাদক, সাইফুর রহমান সামাজিক কল্যাণ এবং বিনোদন সম্পাদক, বিলাল হোসেন নারী বিষয়ক সম্পাদক, মতিন আবদুল শাহ ক্রীড়া এবং যুব বিষয়ক সম্পাদক, মো. আবদুল মোতালেব সদস্য, আবুল হোসেন সরকার সদস্য, মো. ফরাস উদ্দিন বুলবুল সদস্য, মো. গোলাম জিলানী সদস্য, মোহাম্মদ আবুল হায়াত ভূইয়া সদস্য, সৈয়দ এম রহমান সদস্য ও আবদুস সাত্তার খাজা সদস্য।
বিডি প্রতিদিন/এমআই