২৯ অক্টোবর, ২০২৪ ১৬:২৫

বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জার্মানি প্রতিনিধি

বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বার্লিনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্লিনের যুবদল সভাপতি আসিফ উদ্দিনের সভাপতিত্বে এবং ইফতি সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন যুবদল নেতা আবু তাহের। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মান বিএনপির সিনিয়র উপদেষ্টা হামিদুল ইসলাম হেলাল, জার্মান বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ মাস্টার, সিনিয়র নেতা আবু হানিফ, জার্মান স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, বার্লিন বিএনপির সভাপতি জসিম সিকদার, বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল বেপারি ছাড়াও যুবদলের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সিনিয়র যুবদল নেতা সোহেব আহম্মেদ, জামান মিয়া, সিরাতুল মোস্তাকিম আজম, আবু তাহের, শাহাদাত রাকিব, রুবেল ও নাসির প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, মহান শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বিজয়কে গণতান্ত্রিক ধারায় সংহত করতে না পারলে সদ্য পরাজিত ফ্যাসিবাদি শক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠবে। তাই প্রবাস থেকেও দেশ এবং দেশের কল্যাণ এবং সত্যিকার বৈষম্যহীন সমৃদ্ধ সমাজ গঠনে যুবদলের ভূমিকা অপরিসীম। 

এসময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সব বিভেদ ভুলে যুবদলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর