১৬ ডিসেম্বর, ২০২১ ২০:০৭

আমি যুদ্ধে যাইবার চাই

আসিফ ইকবাল

আমি যুদ্ধে যাইবার চাই

মা, আমি যুদ্ধে যাইবার চাই

যাবি? যা তাহলে।
যাওয়ার আগে শুধু তোর বাবারে 
কইয়া যাইস বাজান!

বাবা বড্ড রাগী।
কথা কয় চাবাইয়া চাবাইয়া
সারাক্ষণই দেইখা মনে হয়
আগুন ঠিকরাইয়া বাইরাইতাছে
চোখ দিয়া। ভয় করে,
কহন যে কি কইয়া ফালায়...

আব্বা, আমি যুদ্ধে যাইবার চাই
কথাডা কইছিলাম ডরে, ভয়ে
মনে হইতাছিল ক্ষুধার্ত বাঘের
সামনে দাঁড়াইয়া আছি। ঘামতাছিলাম,
পা কাপতাছিল আমার। 
এইনি মুখ ঝামটাইয়া কইয়া ফালায়
যা ভাগ! পড়াশোনা লইয়া থাক
যুদ্ধে যাইয়া করবি কি?
ডরপুক তুই, বন্দুক চালাইতে পারোস?

যুদ্ধে যামু শুইনা বাবা অনেক্ষণ চুপ কইরা ছিল
ভয়ে যহন পালামু ভাবছিলাম
তহনই ডাকলো ঠাণ্ডা গলায়
আয় বাজান, বুকে আয় আমার
যুদ্ধে যাবি, যা। দেরি করিস না।
তয় একটা কথা মনে রাহিস
দেশ স্বাধীন না কইরা ফিরবি না।
একটা জমিন, একটা পতাকা
একটা সোনার বাংলা পাইলেই
মুক্তি পাইবো আমাগো নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাবার সম্মতিতে আমি অবাক 
বাবা অনুমতি দিছে শুইনা
চোখে তহন আনন্দের বান!
আমি চিৎকার কইরা কইয়া উঠি,
"জয় বাংলা, জয় বঙ্গবন্ধু 
তোমার নেতা, আমার নেতা
শেখ মুজিব, শেখ মুজিব।"

হঠাৎ শুনি, বাবাও কইতাছে চিৎকার কইরা
"তোমার নেতা, আমার নেতা
শেখ মুজিব, শেখ মুজিব।"

জয় বাংলা শুইনা মা চইলা আসে পাকঘর থিকা
জয় বঙ্গবন্ধু শুইনা মা কয়,
"দেশ স্বাধীন না কইরা ফিরা আহিস না বাজান,
আমি অপেক্ষা করুম তর লাইগা
তুই গান গাইতে গাইতে বাড়ী আইবি
আমি সজনে ডাইল আর মোরগের ঝোল রান্না কইরা রাহুম
আমার বাজান স্বাধীন দেশে ফিরা
মুখে হাসি নিয়া কইবো, 
মা আমরা এহন স্বাধীন।
গান গাইয়া কইবো-
"আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।"

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর