এই যে আঙ্কেল, আপনার নাম কী?
: হার্দিক পাণ্ডে।
কী বললেন ভাই? আপনার নাম কি?
: হার্দিক পাণ্ডে।
হার্দিক তো বুঝেছি, পরে কী বললেন যেন, ভাইয়া?
: পাণ্ডে, হার্দিক পাণ্ডে!
কী? পান এনে দিতে হবে? আচ্ছা, ব্যাপার না। পান এনে দিব। এখন বলেন, আপনার নাম কী?
: বললাম তো ভাই, হার্দিক পাণ্ডে।
আমি যখন একবার বলেছি পান এনে দিব তখন অবশ্যই এনে দিব। এখন বলেন, আপনার নাম কী?
: হার্দিক পাণ্ডে।
আশ্চর্য লোক তো আপনি! বলেছি তো, আমি আপনাকে পান এনে দিব। তারপরও আপনি পান এনে দেওয়ার জন্য বারবার অর্ডার দিতে চাচ্ছেন। কী নাম আপনার?
: হার্দিক... পাণ্ডে!
ধুর! বল, তোর আসল নাম কী? বল! বল!
: হার্দিক... পাণ্ডে। হার্দিক... পাণ্ডে। হার্দিক... পাণ্ডে।
যা, তোরে পান এনে দিব না।
— অর্পণ দাশগুপ্ত
প্রথম বর্ষ (স্নাতক)- কৃষি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়