ভালোবেসে কিছু বললে সেটা সহজেই মনে গেঁথে যায়। ইংরেজি শিখতে গেলে প্রেম-ভালোবাসার সাহায্য নিলে সেটা কেমন দাঁড়াবে, পড়ুন—
ছেলে : ABC = তুমি আমার বউ হলে আমি তোমার কী?
মেয়ে : DEF = এসব কথা বললে মুখে লাগিয়ে দিব টেপ!
ছেলে : GHI = শোন, রাগ কর না, আমি তোমার ভাই ।
মেয়ে : JKL = টেপের ভয়েই পাল্টে গেল দেখছি তোমার খেল!
ছেলে : MNO = এই দেখ, আমি তো সেই আমি আছি পাল্টাইনি মোটেও।
মেয়ে : PQR = এটার নাম ব্লেড, দেখছ কত ধার?
ছেলে : STU = যত ভয়ই দেখাও তুমি আই লাভ ইউ!
মেয়ে : VWX = তোমার কথা পরে ভেবে দেখব। আসুন এবার, নেক্সট।
ছেলে : YZ = তোমার সঙ্গে করবই প্রেম, আমি ধরলাম জেদ।
— এস আর শানু খান
মনোখালী, মাগুরা