সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় দ্রুত ফিরবেন যেভাবে

রবিউল ইসলাম সুমন

► প্রায় প্রতিটা শহর-নগর-বন্দরেই জিলাপির মতো পেঁচিয়ে থাকে ডিশ, ইন্টারনেট এবং টেলিফোন লাইনের তার। আর সেই তারগুলোয় একবার টারজানের মতো চড়তে পারলেই খুব অল্প সময়ে চলে আসা যাবে ঢাকায়।

 

► যারা কথায় কথায় বলেন, ‘এক লাথি দিয়ে অমুক জায়গায় পাঠিয়ে দেব’ এমন লোকদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন।

 

► বাস, ট্রেন, লঞ্চের ছাদে ফেরার পুরনো অভ্যাস ঝেড়ে ফেলে হেলিকপ্টার বা বিমানের ছাদে করে ঢাকায় ফেরা যায় কিনা ভেবে দেখতে পারেন। এতে পয়সা একটু বেশি গেলেও আপনার জার্নি অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ হবে, তাতে কোনো সন্দেহ নেই!

 

 ► ছোটবেলায় নারকেল বা সুপারি গাছের ডালকে গাড়ি বানিয়ে চড়েননি এমন পাবলিক খুব কমই আছেন। এবার সেই নারকেল বা সুপারি গাছের ডালকেই ঢাল হিসেবে নিয়ে এতে চড়ে দ্রুত ঢাকায় চলে আসা যায় কিনা দেখতে পারেন।

 

► গ্যাস বেলুন আকাশে উড়ে তা কে না জানে? তো কয়েকটা গ্যাস বেলুন সংগ্রহ করে এগুলোর সাহায্যে উড়তে উড়তে ঢাকায় চলে আসতে পারেন খুব নিমিষেই। তবে আকাশে উড়তে গিয়ে সাবধান থাকবেন, পাখিরা ঠোকরে বেলুন ফাটিয়ে দিলে বিষয়টা সুখকর হবে না।

 

 

সর্বশেষ খবর