সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চাঁদে জমি কেনার কিছু অসুবিধা

রবিউল ইসলাম সুমন

চাঁদে জমি কেনার কিছু অসুবিধা

চাঁদে দুই গ্রাম বা মহল্লার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে পারবেন না

সস্তায় পেয়ে ইদানীং চাঁদে জমি কেনার জন্য অনেকে হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু তারা জানে না, বর্তমানে চাঁদে জমি কিনলেও ভবিষ্যতে তাদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। তো কী সেই অসুবিধা চলুন জেনে নিই-

 

> চাঁদে যেহেতু এখনো কোনো গ্রাম-মহল্লা গড়ে উঠেনি সেহেতু কেনা জমি দখল নিয়ে দুই গ্রাম বা মহল্লাবাসীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে পারবেন না।

 

> চাঁদে জমি কিনে ফেলেছেন ঠিকই কিন্তু সেখানে পৌঁছানোর মতো সামর্থ্য আপনার নাও থাকতে পারে। অতএব, পুরোটাই আপনার লস প্রজেক্ট হতে পারে।

 

> চাঁদে যেহেতু পানির অস্তিত্ব নেই সুতরাং সেখানে চলে গেলে আপনাকে আজীবন গোসল না করেই কাটিয়ে দিতে হবে।

 

> আপনি ভোজনরসিক হলে চাঁদে গিয়ে আপনাকে প্রথমেই কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম কিংবা পুরান ঢাকার কাচ্চি এই স্বাদগুলো ভুলে যেতে হবে। কারণ চাঁদে এদের কোনো শাখা খোলা হয়নি।

 

> চাঁদে কোনো যানবাহন না থাকায় দূর-দূরান্তের আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলে কিন্তু আপনাকে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে যেতে হবে।

 

> দু-চার টাকার জন্য বাসের কন্ডাক্টর কিংবা রিকশাওয়ালার সঙ্গে তুমুল ঝগড়াঝাটি আপনাকে মিস করতে হবে।

 

> আপনি টিভি সিরিয়ালপ্রেমী হলে আপনাকে স্টার প্লাস বা স্টার জলসার মায়া চিরতরে ত্যাগ করে যেতে হবে!

 

> চাঁদে গিয়ে প্রেমিকাকে পৃথিবীর সঙ্গে তুলনা করলে আপনার সাধে গড়া সম্পর্কটি আর নাও টিকতে পারে!

সর্বশেষ খবর