সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন, ‘তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে তাকে পড়া দিতে হবে না। কে সবচেয়ে অলস?

৪৯ জন ছাত্র হাত তুলল। একজন হাত তোলেনি। স্যার হাত না তোলা ছাত্রকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি হাত তুলছ না কেন?’

ছাত্র জবাব দেয়- স্যার, হাত তুলতে কষ্ট হয়।

সংগ্রহ : মো. রোমান মুস্তাফিজ, প্রাণিবিদ্যা বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ, গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ।

 

-

 

শিক্ষক : বল তো ১৮০৯ সালে কে জন্মেছিল?

ছাত্র : আব্রাহাম লিংকন।

শিক্ষক : ১৮১৯ সালে কী ঘটেছিল?

ছাত্র : তার ১০ বছর বয়স হয়েছিল স্যার।

 

-

 

পুলিশ : তুই সাত দিনে ১০ বাসায় চুরি করেছিস!

চোর : জি স্যার।

পুলিশ : এটা কী করে সম্ভব!

চোর : কী করব স্যার, বড় সংসার। ওভারটাইম না করলে চলে না।

সংগ্রহ : হিমেল মিয়া, ধীতপুর, শান্তিগঞ্জ, ভালুকা, ময়মনসিংহ।

 

-

 

একজন মুদির দোকানে গেছেন চিনি কিনতে। দোকানদার প্যাকেট করতে যাচ্ছিলেন এমন সময়-

ক্রেতা : সে কি! আমি তো আপনাকে চিনি দিতে বলেছি। আপনি আমাকে লবণ দিচ্ছেন কেন?

বিক্রেতা : কই! আমি তো আপনাকে চিনিই দিচ্ছি।

ক্রেতা : তাহলে বস্তার গায়ে ‘লবণ’ লেখা রয়েছে কেন?

বিক্রেতা : যাতে পিঁপড়ারা বুঝতে না পারে!

 

-

 

প্রেমিকা : দরজা-জানালা বন্ধ করে দাও!

প্রেমিক : কেন?

প্রেমিকা : তোমাকে একটা গোপন জিনিস দেখাব। আগে সব কিছু বন্ধ করে দাও, যাতে আলো না আসে।

প্রেমিক : তারপর?

প্রেমিকা : আমার কাছে আসো।

প্রেমিক : ওহ! আর কী করবো বলো?

প্রেমিকা : এবার দেখো, আমার ঘড়িতে লাইট জ্বলে!

সংগ্রহ : খন্দকার ফাহিম, রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় গফরগাঁও, ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর