ফুটবল বিশ্বকাপ নিয়ে টানটান উত্তেজনা। উত্তেজনার রেশ ধরে আমার বড় ফুপুর বাসায় রান্নাবান্না বন্ধ হয়ে আছে।
ফুপাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ‘কী সমস্যা?’
ফুপা থমথমে গলায় বললেন, ‘বাসায় একটু ক্যাচাল লেগে গেছে। তোর ফুপু একটা ইডিয়ট মহিলা। আমাকে বলে, মেসি নাকি বল করতে জানে না।’ তাকে শান্ত করার জন্য বললাম, ‘ফুপা রাগ করবেন না। আসলে ফুপু খেলা দেখেন না। তাই হয়তো জানেন না ফুটবল খেলায়...’
আমার কথা শেষ হওয়ার আগেই ফুপা গরম হয়ে বললেন, ‘আরে তুই আমাকে বল, মেসি কেন বল করবে? ও না ব্যাটসম্যান? ব্যাটসম্যান কেন বল করতে যাবে? ঠিক কি না? তুই-ই বল?’
আমি ফোন রেখে দিলাম। এদের বাসায় দুই-এক দিন রান্নাবান্না বন্ধ থাকাই ঠিক আছে।
-ঢাকা