শিরোনাম
শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বাজার উদ্বোধন

মারুফ রায়হান

দেহ চাই

তাজা দেহ, বৃষ্টিভেজা রোদে ভাজা হোক বা না হোক

বিশ্রি ফর্শা অথবা তামাটে, কৃষ্ণকায়, কিংবা মিশ্র

রঙ যাই হোক, চাই দেহ লিকলিকে বা তাগড়া টাটকা

বাসা বাঁধবার মতো খাসা, ফুঁসে ওঠা কিংবা

ফুস করে ফুট্টুস-নিয়তি যেনতেন

ফুসফুসঅলা, দম-ভরা দাম্ভিক বা ফুটো

হো হো চাই দেহ নেই সন্দেহ

 

দেহের ভেতর মন আছে কিবা নেই, মাথামোটা

নাকি মহাখুনী ঠান্ডা মাথা, বাড়ুক যতোই বাড়

নো প্রব্লেম, আমি যে এলেম করতে সাবাড়

ধনী না ভিখিরি, সদালাপী না ঋণখেলাপী

জাফরুল্লা নাকি নবাবজাদা নসরুল্লাহ

রাজরানী নাকি চাকরানি জানতে চাইছিনে

স্রেফ দেহ চাই, জীবন্ত শরীর

আমরা ঢুকে যাব প্রতিবিপ্লবীর মতো দেহঘরে

ঘিরিঘিরি নাচিনাচি দলেবলে ঝাড়েবংশে

হাঁউমাঁউখাঁউ মানুষের গন্ধ পাঁউ

 

ওহে ভীতু এত কাঁপাকাঁপি তোকে কি মানায়

সৃষ্টির সেরা গো জীব, বেরিয়ে গেছে কি জিভ

চোপ রও, খামোশ, রোমশ-রোমহীন দেহ চাই

চার হাত-পাঅলা সর্বজ্ঞানী সর্বভূক দেহসুখভোগী

দেহ চাই হাজারে হাজার, অবরুদ্ধ নগরীতে

মহাসমারোহে উদ্বোধন হলো আজ

মৃত্যুর বাজার...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর