শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নীলপরির কাহিনি

সোহরাব পাশা

এ জীবন মন্ত্রগুপ্তি মেঘ বৃষ্টি খেলা

 

অন্ধের চোখে পূর্ণিমা দেখা-স্বপ্নঘুম

ঘুমের ভিতর ছোট ছোট মৃত্যু

নীলপরির কাহিনি-

দুঃখের গদ্য সমগ্রে ভুল অনুবাদ

রঙ উঠে যাওয়া ভালোবাসা নিয়ে বাড়ি ফেরা;

 

এ জীবন ভালোবাসার অদ্ভুত গুপ্ত পাঠশালা

মানুষের শব্দে ভাঙে প্রসন্ন সকাল

স্বপ্নশূন্য দুপুরগুলো ঘুমিয়ে পড়ে,

সন্ধের বিষণ্ন ধুলো ওড়ে-

মেঘের লতাগুল্মের ফাঁকে ফুল ফোটে

ভিজে যায় জোছনার তুমুল বৃষ্টিতে

পাতারা আবৃত্তি করে লোরকার ধ্রুপদি কবিতা

মানুষ নিবিড় ছুঁয়ে দিতে চায় মানুষের চোখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর