শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা

অস্তিত্ব সে তো ধূলিবালি নয়

আমিনুর রহমান সুলতান

অস্তিত্ব সে তো ধূলিবালি নয়

বাতাসে ঘূর্ণিবায়ুতে উড়ে উড়ে

স্থিত হবে পাহাড়ের গায়।

কিংবা জলীয় বাষ্পে সে মিশে গিয়ে

মেঘ হবে, মেঘে মেঘে গর্জনে বিদ্যুৎ হয়ে

চমকে দেবে শহর, শৈশব...

 

দেশ ভাগ হলে দেশান্তরী মানুষেরা

সব চেয়ে এগিয়ে অন্তত একটি দিকে

অস্তিত্বের সীমানা কবে স্পর্শ করবে।

সর্বশেষ খবর