শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
কবিতা

সেই সময়

নাসির আহমেদ

একদিন সারাটা সকাল মিঠে রোদ

একদিন ঝাঁঝা দুপুরের লাল ক্রোধ

একদিন বাগানের পথে নিরিবিলি ...

বিকেলে পাতার ফাঁকে রোদ ঝিলিমিলি।

 

আজ দিন বৃথা বয়ে যায়

আমাদের সেসময় হারালো কোথায়!

 

মনে পড়ে কত খুনসুটি

দিনতো আলোর লুটোপুটি!

রাতে ছিল জানালায় চাঁদ

আঁধারেও স্বপ্ন অবাধ!

 

আজ নেই সেই রাতদিন

হতাশাই অন্তবিহীন।

 

মনে পড়ে কত কী যে আজ

হৃদয়ের কত কারুকাজ!

অফিসের পথেও দুজন

বৃষ্টিতে ভিজে যেত মন।

 

একটি ছাতার নিচে ভেজা দুজনার

সে সময় কোনো দিন আসবেনা আর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর