রক্তনালি ছিঁড়ে ফেলে বের করে দাও দূষিত শোণিত
এটা জেনো এক পাক্ষিক মৃত্যু-কোরোনাকো কোনো হিতাহিত
গাঙচিল যতোই করুক ক্রন্দন
সাগর যতোই উত্তাল থাকুক-ভাঙুক বন্ধন
এখন কি সময় আছে তোমার এসবের হিসেব নেবার-লাভ বা ক্ষতির?
তোমার তলদেশে সাগরের গোপনস্রোত বয়ে যাচ্ছে-যাচ্ছেতো
তোমার হাড়গোড় সব উত্তাল ঘূর্ণিতে গোলাকার-কিম্ভূতকিমাকার হয়ে যাচ্ছে-যাচ্ছেতো
এভাবেই উত্থান হয়েছিলো একদিন-অবশেষে কি দারুণ পতন!
গ্রাস করেছে এখন তোমায় প্রবল ঘূর্ণিঝড়, বলছে বুঝি সে ফিসফিস করে, র্ম, র্ম!
যতোই ভদ্র হও তুমি অথবা মহাসুদখোর
তোমার ইচ্ছে কেবল পুনরায় ফিরতে যৌবনে
দূষিত শোণিত বের করে দাও নিয়মিত গোপনে গোপনে
তুমিওতো একদিন হ্যান্ডসাম ছিলে-‘বাহুবলী’র মতন টল্
শুকিয়ে মরেছে এখন সেই জল-তাই লাভ নেই করে কোনো ছল!
হায়, তুমিও ছিলে একদিন ‘বাহুবলী’র মতোন ইটল!