শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
কবিতা

আমার একমাত্র চাওয়া

মোহন রায়হান

আমার একমাত্র চাওয়া

 

মানুষের কতকিছু সাধ থাকে কত চাওয়া পাওয়া

আমার কিছুই নাই শুধু ইচ্ছা করে, কিছু ভণ্ড নেতাকে

জাঙিয়া পরিয়ে কাকতাড়ুয়া বানিয়ে

জিরো পয়েন্টে সারা বছর দাঁড় করিয়ে রাখতে।

 

খুব ইচ্ছা করে, কিছু বুদ্ধিজীবী নামক ভাঁড়কে

পাবলিক লাইব্রেরির সামনে জুতার মালা গলায় পরিয়ে

সকাল-সন্ধ্যা প্রতিদিন দাঁড় করিয়ে রাখতে।

 

ভীষণ ইচ্ছা করে, দলবাজ চালবাজ ফাঁকিবাজ

শিক্ষকগুলোকে প্রত্যকের স্কুল-কলেজ

বিশ্ববিদ্যালয়ের সামনে কান ধরিয়ে

নীলডাউন করিয়ে রাখতে।

 

প্রচণ্ড বাসনা, বেলেল্লা সংস্কৃতিজীবীদের টিএসসির

রাজু ভাস্কর্যের সামনে মুখে চুনকালি মেখে

সং সাজিয়ে রাতদিন চাকভূম নৃত্য করাই।

 

বড় ইচ্ছা করে, প্রেস ক্লাবের সামনে সব মিডিয়া-ডন

আর তাদের পা-চাটা সাংবাদিকগুলোকে

পরস্পরের পোঁদে কলম ঢুকিয়ে হে হে করে

দাঁত কেলিয়ে হাসাতে।

 

কি যে ইচ্ছা করে, আব্দুল গণি রোডে ঘুষখোর চোর

দুর্নীতিবাজ দাম্ভিক আমলাগুলারে বুটপালিশওয়ালা

বানিয়ে রাতদিন জনগণের জুতা পালিশ করাতে।

 

একান্ত ইচ্ছা, যাদের উপর ন্যস্ত জনগণের

জানমালের নিরাপত্তা অথচ তারাই সবচেয়ে বেশি

জনআতঙ্ক, সেইসব চিহ্নিত আইন লঙ্ঘনকারী

আইনশৃঙ্খলা রক্ষাকারীকে দেশের প্রতিটি শহরের মোড়ে

মোড়ে ক্ষমার ভঙ্গিতে হাতজোড় করিয়ে রেখে

পথচারীদের দিয়ে মুখে থুথু ছিটিয়ে দিতে।

 

দুরন্ত এক ইচ্ছা, ব্যাংক লুটেরা ভূমিদস্যু কালোবাজারি

অর্থপাচারকারী মজুরি কম দেয়া রক্তচোষা দুর্বিনীত

বেনিয়াদের সব অর্থ সম্পদ রাষ্ট্রায়ত্ত করে

হাত-পা ভেঙে নুলো ভিখারি বানিয়ে রাস্তার

মোড়ে মোড়ে ভিক্ষা করাতে।

 

বহুদিনের স্বপ্ন, ধর্মের মুখোশধারী ধর্মব্যবসায়ী

সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো শিশু বলাৎকারী নারীলোভী

ইবলিশগুলোকে খোঁজা বানিয়ে সারা দেশে টয়লেট পরিষ্কারের

কাজে লাগানোর আর চিরদিনের জন্য ধর্মীয় রাজনীতি

বন্ধ করে দেওয়ার।

 

কিযে ইচ্ছা, দলদাস তেলবাজ মালবাজ চাপাবাজ

ধান্ধাবাজ তদবিরবাজ পদলেহী চামচা দালাল

মোসাহেবদের গলায় ঘণ্টি বেঁধে প্রতিটি শহরের ঝাড়ুদার বানাতে।

 

আশ্চর্য এক স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকি

কবে দেশের প্রতিটি শিক্ষাঙ্গন হবে স্বপ্নচাষের উর্বর বাগান

কবে প্রতিটি শিশুর জীবন হবে মেঘমুক্ত শরতের

আকাশের মতন সমুজ্জ্বল কবে হবে প্রতিটি সেনানিবাস

সংবিধান সমুন্নত রাখার সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার?

 

আমার অন্য কোনো চাওয়া পাওয়া সাধ

আহ্লাদ নাই জীবনের একমাত্র চাওয়া

মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর