শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইবসেনের ভক্ত ছিলেন জেমস জয়েস

ইবসেনের ভক্ত ছিলেন জেমস জয়েস

ইংরেজি ভাষার যে কয়েকজন সাহিত্যিক তাঁদের সাহিত্যকর্মে সমাজের সব স্তরের মানুষের কথা বলেছেন তাঁদের মধ্যে অন্যতম জেমস জয়েস। জেমস জয়েসের জন্ম ১৮৮২ সালের ২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিনে। ইংরেজ এই ঔপন্যাসিক কলেজে পড়ার সময় ইবসেনের নাটকের ভক্ত হয়ে ওঠেন। একটি পত্রিকায় ইবসেনের নাটক সম্পর্কে তাঁর লেখা একখানা প্রবন্ধ ছাপা হলে স্বয়ং ইবসেন সেটি পাঠ করে প্রীত হন। বিভিন্ন পত্র-পত্রিকায় গ্রন্থ-আলোচনা লিখে যা রোজগার হয় তা দিয়ে জীবন চালানো অনেকটাই কঠিন হয়ে পড়ে। কিন্তু দমে যান না জয়েস। কখনো স্কুলে সামান্য মাইনের চাকরি, কখনো ব্যাংকে কেরানির কাজ, কখনো গৃহশিক্ষকতা করেছেন। জয়েসের বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে উপন্যাস ‘পোর্ট্রেট অব দ্য আর্টিস্ট অ্যাজ অ্যা ইয়াং ম্যান’, ‘ইউলিসিস’, ‘ফিনিগানস ওয়েক’; ছোটগল্প ‘দ্য ডেড’, ‘ডাবলিনার্স’ এবং কবিতা সংকলন ‘চেম্বার মিউজিক (কবিতা, ১৯০৭)’ উল্লেখযোগ্য। ২০১৩ সালের জুনে জেমস জয়েসের অপ্রকাশিত ১০টি ছোটগল্প নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছে আয়ারল্যান্ডের ইথিস নামের একটি প্রকাশনা সংস্থা থেকে। বিশেষজ্ঞদের মতে, এই কাহিনিগুলো ১৯২৩ সালে লেখা। ১৯৪১ সালের ১৩ জানুয়ারি জেমস জয়েস প্রয়াত হন।

 

সর্বশেষ খবর