শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
কবিতা

সর্বনাশা প্রেম

শহীদুল্লাহ ফরায়জী

তোমার সর্বনাশা প্রেমে-

অভাবনীয় রূপে, অসামান্য স্পর্শে

অতুলনীয় বন্ধনের বিপর্যয়ে

অতি স্বল্পকালেই

আমার আত্মপ্রকাশের গৌরব

ধূলিসাৎ হয়ে যাবে,

ভেঙে পড়বে দেহখাঁচা

শোকার্ত হৃদয়ের বেদনা

গ্রহে গ্রহে ছড়িয়ে পড়বে।

 

ভালোবেসে স্বপ্ন দেখা

যেন করুণাপ্রার্থী,

এর চেয়ে বিপজ্জনক

শোকের বীণা বাজাও,

নিজের হাতে জগৎ সংসারে

জীবন বিপন্ন করার স্বপ্ন ছড়াও।

 

কাছে বা আরও কাছে

নিঃশ্বাসের চেয়েও অবিশ্বাস্য কাছে

বিশ্বাসযোগ্য প্রেম

শ্বাসরুদ্ধ হয়ে যায়

সমগ্র সত্তায়,

কেবলই বিচ্ছেদ-কাতরতায়

প্রেম বেঁচে থাকে

অনন্ত পিপাসায়।

 

তোমার সর্বনাশা প্রেমে

আমিও মৃত্যুমুখে,

কালের দরবারে

চিহ্নিত হবে তুমি ‘খুনি’

অনুভূতির আদালতে

তোমার ‘মৃত্যুদন্ড’ হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর