ছোট-বড় যে কোনো জলস্থানের মতো
পরিত্যক্ত, ভাঙা পাত্রে জমে থাকা জলে
সমান স্বচ্ছতা নিয়ে হেসে ওঠে আলোর হৃদয়
ধসেপড়া হাড়-চর্ম অসার দেয়ালের সামান্য ফোকরে
নিজে নিজে বেঁচে থাকে যে চারাগাছটি
সরল আনন্দ নিয়ে ওই গাছে কখনো কখনো
শিশুর হাসির মতো ঝলোমলো ফুল চলে আসে
ঝরে থাকা পাতা :
বাতাসের স্পর্শ পেয়ে গেয়ে ওঠে আগুনের গান
ভাঙা পাত্রটির জল, নিজে নিজে বেঁচে থাকা গাছ
গান হয়ে ওঠা ঝরা পাতাদের মতো
এখনো রয়েছি জেগে জীবনের ছোট্ট কোনো কোণে...
বিনীত অহংকার হে, এ-বিষয়ে তুমি কিছু বলো!