ভালোবেসে ভরসা বলতে কিছু নাই, বিচ্ছেদেই নোনাশান্তি,
সে নয় কুহকী মায়া অমৃতের দিগ্ভ্রান্তি
সুতরাং ভালোবাসা, তোমার চাতুর্য ঠিকই ধরা পড়ে গেছে
এখন পালাবে তুমি কোন্ গ্রহে, কোন্ পরবাসে?
কোনো দরজা খোলা নয়, পলায়নে মুক্তি স্বস্তি নাই
চেষ্টা করছো, পরিণতি ভয়ঙ্কর, শুনতে পাও না বিষণœ সানাই?
সমুদ্র ও অন্তরীক্ষ ভালো জানে আমি ওই ভালোবাসা পেতে
আযৌবন কীরকম ধৈর্যহীন কাঙাল ছিলাম!
কিন্তু শেষে মতিভ্রম ঘুচে গেল, মরীচিকা সত্য হলো-
জেনেশুনে ধ্বংস ও পতন পাপ সবটুকু পান করে
মৃত্যুঞ্জয় হওয়া যায় না, নীলকণ্ঠ হওয়া যায় না, নিজের ওপর
শ্রদ্ধা ও সমীহটুকু হারানোর পরে হলো মোহমুক্তি, ওম শান্তি ওম!.