হালদার সহজাত ভাষাটা অনূদিত হয়েছে
জীবনের অথই আলোড়নে; তীরের বিহ্বল নিয়ে
আলিঙ্গন করেছে ওই ঢেউয়ের অনুভূতি ঘিরে,
যথাসম্ভব ডাক শুনেছে কোকিল-কালো সৌরভে।
ঝরাপাতার নিরীক্ষণ আঙিনা অবধি ছড়িয়েছে
অনুপ্রবেশের তাড়ায়; মায়াবী সজল ইশারা
অশেষ মুগ্ধতা পায় সুয়াবিলেরই চারপাশে-
যেখানে ছায়া ও স্মৃতিরা পূর্ণাঙ্গ হয়েছে গৌরবে।
অভিসারে নেচেছে মাটি- জমেছে সভ্যতায় ঘিরে,
হারাবার নেই কিছু; অবিরাম কুলুকুলুতেই
ভাষার ঘটনাবলি গড়েছে সম্পর্কের আখ্যান;
প্রামাণ্য সুরও ফিরেছে অধীনস্থ গুঞ্জন তীরে।
সর্বত্র ধ্বনিত হচ্ছে লাবণ্যের আষাঢ়ীয় ইস্যু,
প্রেরণা ও অপার শক্তি দৃষ্টিতে বরেণ্যবরেষু।