আমার দেরি হবে বালিকা, তুমি ক্লাসে যাও
আজতো শেকসপিয়রের রোমিও জুলিয়েট পড়ানো হবে,
রাবেয়া ম্যাডাম বায়োলজির কিছু অধ্যায় বাকি রেখেছেন
এগুলো এডাল্টদের জন্য। মানে কি? মানে সহজ
তুমি এখনো গোল্লাছুটের দুরন্ত কিশোরী
তুমি কি এখনো গোল্লাছুটের দুরন্ত কিশোরী?
ঠোঁট থেকে হাসি নামাতে পেরেছ? চোখ থেকে মায়া?
অভিজ্ঞতা বেশি বলেই জানি তুমি অপরিণত প্রণয় আখ্যান
যদি আরো বেশি বলি-তুমি নির্মম নীরবতা-
আমার আরো দেরি হবে বালিকা, তুমি ক্লাসে যাও।