শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

বীজবিহীন চায়না লেবুতে ভাগ্যবদল

বাবুল আখতার রানা, নওগাঁ

বীজবিহীন চায়না লেবুতে ভাগ্যবদল

নওগাঁর রানীনগরে বীজবিহীন চায়না-৩ জাতের লেবু চাষে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন চাষিরা। উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টের ১৫ জন তরুণ-যুবকের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এ বাগান। তাদের সফলতা দেখে এলাকার অন্য চাষিরা উদ্বুদ্ধ হয়েছেন। ধীরে ধীরে কাশিমপুর ইউনিয়ন লেবু অঞ্চল হিসেবে দেশব্যাপী পরিচিতি পাবে বলে সুফলা নওগাঁর প্রত্যাশা। জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে ২০১৯ সালের শুরুতে ২ একর পতিত জমি ১০ বছরের জন্য ইজারা নেন তরুণ-যুবকরা। সে সময় নাটোরের ভাতুরিয়া হর্টিকালচার সেন্টার থেকে ৩০ টাকা পিস হিসেবে ৫০০ পিস চায়না-৩ লেবুর চারা সংগ্রহ করেন তারা। যেখানে সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টের মাধ্যমে অর্থসম্পাদক মোকাদ্দেস সরকারের আগ্রহে সম্মিলিত এ কৃষি উদ্যোগ সৃষ্টি করা হয়েছে।

সর্বশেষ খবর