শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

ছয় বছর ধরে গর্ত খুঁড়ে বাড়ি তৈরি যুবকের

শনিবারের সকাল ডেস্ক

ছয় বছর ধরে গর্ত খুঁড়ে বাড়ি তৈরি যুবকের

ছয় বছর ধরে গর্ত খুঁড়ে মাটির তলায় আস্ত একটা বাড়ি বানিয়ে ফেলেছেন স্পেনের এক বাসিন্দা। তার নাম আন্দ্রেস কান্তো। শোয়ার ঘর থেকে শৌচাগার, এমনকি ওয়াইফাই সংযোগও রয়েছে সেখানে। ২০১৫ সালে তার যখন ১৪ বছর বয়স তখন পোশাক নির্বাচন নিয়ে মা-বাবার সঙ্গে তর্ক হয়। ওই সময় মনস্থির করেন তাদের সঙ্গে আর থাকবেন না। যেই ভাবা সেই কাজ। তখন থেকেই মা-বাবার থেকে আলাদা থাকার জন্য বাড়ির পেছনের বাগানে গর্ত খুঁড়তে শুরু করেন তিনি। তাই বলে আস্ত একটা বাড়ি তৈরি করে ফেলবেন এটা হয়তো কেউই ভাবেনি।

ছয় বছর ধরে এ কাজ করেই মাটির তলায় আস্ত একটা বাড়ি বানিয়ে ফেলেছেন আন্দ্রেস। এখন তার বয়স ২০। মাটির তিন মিটার গভীরে একটি ছোট্ট থাকার জায়গা তৈরি করেছেন তিনি। সেখানে আলাদা একটি শৌচাগারও রয়েছে। আলোর ব্যবস্থা, মিউজিক সিস্টেম, ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে এই পাতালঘরে।  বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।

সর্বশেষ খবর