শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

অদম্য বাহারের এগিয়ে চলা...

শনিবারের সকাল ডেস্ক

অদম্য বাহারের এগিয়ে চলা...

অদম্য সাহস আর দৃঢ় মনোবল থাকলে যে কোনো প্রতিবন্ধকতাকে হার মানানো যায় এমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী বাহার উদ্দিন রায়হান। দুটি হাত না থাকলেও বাহারের কোনো কাজই থেমে নেই। সচল ব্যক্তির মতোই সাইকেল, মোটরসাইকেল চালান তিনি। এ ছাড়াও খুব ভালোভাবেই স্কেটিংও করছেন। নিজের এমন অসাধারণ কাজ তিনি তার ফেসবুক পেজ ও ইউটিউবে ভিডিওর মাধ্যমে তুলে ধরছেন। মুখ দিয়ে লিখেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। সম্প্রতি ৩ দশমিক ১৩ সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর পাস করেন তিনি। বাহারের জন্ম ও বেড়ে ওঠা কক্সবাজারের চকরিয়ায় মামার বাড়িতে। জন্মের আগে তার বাবা তার মাকে ছেড়ে চলে যান। নানা আর্থিক সমস্যা ও সামাজিক বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে তিনি নিজ স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন। ছোটবেলায় এক দুর্ঘটনায় তিনি হারান এক হাত ও আরেক হাতের কনুই পর্যন্ত। রায়হান তখন পঞ্চম শ্রেণির ছাত্র। তখন থেকে মা খালেদা বেগম ছেলের জন্য যুদ্ধ করে চলেছেন। এমন দুর্ঘটনার মধ্যেও পড়ালেখা থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হননি তিনি। প্রচ- ইচ্ছাশক্তি, মনোবল আর সাহস ছিল তার একমাত্র সঙ্গী। হাত না থাকলেও মুখ দিয়ে লিখে একের পর এক পাবলিক পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেন। পড়াশোনার প্রতি তীব্র আগ্রহ বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যায় তাকে। এই সাফল্যে তাই পরিবারের অবদানকে বড় করে দেখছেন তিনি। বাহার চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। এইচএসসি পাস করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল করেন তিনি।

সর্বশেষ খবর