শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নেত্রকোনায় হিমু উৎসব

আলপনা বেগম, নেত্রকোনা

নেত্রকোনায় হিমু উৎসব

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। প্রতি বছরের মতো এবারও দিনটি ঘিরে হিমু উৎসবে মেতেছে নেত্রকোনার তরুণ- তরুণীরা। লেখকের নিজ জেলার একদল হুমায়ূন ভক্ত মিলে নতুন প্রজন্মকে সাহিত্যের প্রতি আকৃষ্ট করতেই লেখকের ‘কালজয়ী’ একটি চরিত্রকে নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তারুণ্যনির্ভর এই ‘হিমু পাঠক আড্ডা’ নামের সংগঠনের মাধ্যমে প্রায় আট বছর ধরে লেখকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে আড়ম্বরপূর্ণ পরিবেশে। এর মধ্য দিয়েই নেত্রকোনার আপামর মানুষের কাছে দেশবরেণ্য লেখকের উপন্যাস, নাটক সিনেমায় ব্যবহৃত সমাজ পরিবর্তনের নানা বার্তা পৌঁছে যাচ্ছে। দিন দিন লেখক সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে জেলার যুবারা। যে কারণে বছরজুড়ে অধীর আগ্রহ নিয়ে জন্মদিন উপলক্ষে পক্ষকাল ধরে হিমু উৎসবের আয়োজনের প্রস্তুতিও চলে ঘটা করে।

ওই দিনে হিমু রুপা সেজে শহরজুড়ে আনন্দ শোভাযাত্রার আকর্ষণ থাকে হলুদ রঙের টি-শার্ট। এতে লেখকের একটি করে উক্তি লেখা থাকে। প্রতি বছর নতুন নতুন উক্তি খুঁজতে গিয়েই লেখকের সব উক্তি পড়তে হয় স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের হিমু রুপাদের। গানে ও আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য লেখকের নাটক সিনেমার গান বাছাই করে চলে রিহার্সাল। দিনটিকে ঘিরে আনন্দে শুধু তরুণরাই থাকেন না, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিকসহ সুধীমহলের নানা বয়সের নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয় দিনটি। বছরদুয়েক পরপর এলাকার গুণীজনদের মধ্য থেকে একজন করে মনোনীত করে দেওয়া হয় সম্মাননা। এসব অনুষ্ঠানে থাকেন বরেণ্য বুদ্ধিজীবীসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের সম্পৃক্ত করার মাধ্যমে আয়োজনটিকে গুরুত্বপূর্ণ করে তোলা হয়। যাতে হুমায়ূন আহমেদকে নিজ জেলার সর্বস্তরের মানুষ ঘটা করে স্মরণ করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর