শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্যারিবীয়দের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ ক্রিকেটে ক্যারিবীয়রা যোগ করেছে নতুনত্ব। শৈল্পিক খেলা উপহার দিয়েই তারা দু-দুটি টি-২০ বিশ্বকাপ জয় করে নিয়েছে। এর প্রমাণ বিপিএলেও দিয়েছেন ড্যারেন স্যামি আর ডোয়াইন ব্রাভোরা। গতকাল বিপিএলের চতুর্থ ফাইনালে ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংসের লড়াইয়ের মূল সৈনিক তো ছিলেন ক্যারিবীয়রাই! ঢাকার পক্ষে খেলেছেন ডোয়াইন ব্রাভো আর আন্দ্রে রাসেল। রাজশাহী কিংসের সেনপাতি ড্যারেন স্যামি। তাকে সঙ্গ দিয়েছেন ক্যারিবীয় বোলার উইলিয়ামস। বল হাতে উইলিয়ামস একটা উইকেট শিকার করেছেন। স্যামিও উইকেট শিকার করেছেন একটি। অন্যদিকে ব্যাট হাতে ব্রাভো-রাসেলরা অবশ্য ব্যর্থই ছিলেন। ব্রাভো ১৩ রান করে রান আউটের কবলে পড়েন। রাসেল ৮ রান করে বিদায় নেন প্যাটেলের বলে ফরহাদ রেজাকে ক্যাচ দিয়ে। তবে বিপিএলের ফাইনালই কেবল নয়, পুরো আসরেই ছিল ক্যারিবীয়দের আধিক্য। ক্রিস গেইল ঝড় তুলেছেন চিটাগং ভাইকিংসের জার্সিতে। পাঁচ ম্যাচেই তিনি রান করেছেন ১০৯। চিটাগং ভাইকিংসের ডোয়াইন স্মিথ করেছেন ১৬৩ রান। এ ছাড়া ড্যারেন স্যামি করেছেন ২৭০ রান। স্যামুয়েলস বরিশাল বুলসের হয়ে করেছেন ৩৩৪ রান। তবে বল হাতেই সবচেয়ে সফল ক্যারিবীয়রা। ডোয়াইন ব্রাভো শিকার করেছেন ২০ উইকেট। জুনায়েদ খান অবশ্য সমান উইকেট শিকার করে ব্রাভোর সমান্তরালেই আছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর