সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

শ্রীলঙ্কা না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কা না পাকিস্তান

পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম ম্যাচে শোচনীয় হার মানে। পরের ম্যাচ হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিত তারা। বাঁচামরার লড়াইয়ে নতুন প্রাণ ফিরে পেয়েছে তারা। পাকিস্তান হারায়  দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে শ্রীলঙ্কা প্রতিবেশি ভারতকে। কার্ডিফে আজ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময়ে ম্যাচটি সাড়ে ৩টায় শুরু হবে। যারা জিতবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল জায়গা করে নেবে। বি গ্রুপে প্রথম দল হিসেবে ভারত সেমিফাইনালে উঠেছে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ১৪ জুন প্রথম ও ১৫ জুন দ্বিতীয় সেমিফাইনাল। ‘এ’ গ্রুপ থেকে স্বাগতিক ইংল্যান্ড তিন ম্যাচ জিতে সেমিতে খেলা নিশ্চিত করেছে। বাংলাদেশ লড়বে গ্রুপ রানার্স আপ হয়ে। জিতবে কে আজ শ্রীলঙ্কা না পাকিস্তান? গ্রুপের দ্বিতীয় ম্যাচে দু’দলই ব্যাটে-বলে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছে। ম্যাচে কেউ ফেবারিট নয়। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছেন, পাকিস্তান অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের বোলাররা চোখ জুড়ানো নৈপুণ্য প্রদর্শন করেছেন। জিততে হলে আমাদের প্রতিটি ডিপার্টমেন্টে জ্বলে উঠতে হবে। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, আমরা প্রতিজ্ঞা করে এসেছি অতীত অতীতই। এবার আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলতে চাই। যদিও প্রথম ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হেরেছি। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। জেতার নিশ্চয়তা দিতে পারি না। তবে প্রতিশ্রুতি রক্ষা করতে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জানপ্রাণ দিয়ে লড়ব। গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত সেমিফাইনালে উঠেছে। দেখা যাক আজ সেমিতে কে উঠে। শ্রীলঙ্কা না পাকিস্তান।

ম্যাচ সরাসরি সম্প্রচার বিকাল ৩.৩০ মিনিট

গাজী টিভি, মাছরাঙ্গা ও স্টার স্পোর্টস-১

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর