শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সাকিব আসায় ওয়ানডেতে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে : ডুমিনি

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ছিলেন না জেপি ডুমিনি। তবে ওয়ানডে দলের নিয়মিত সদস্য তিনি। প্রোটিয়াদের ওয়ানডে দলে দেখা যাবে আরেক ভয়ঙ্কর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকেও। এদিকে বাংলাদেশের স্বস্তি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডে সিরিজে ফিরেছেন। সুস্থ হয়েছেন তামিম ইকবাল। সঙ্গে মাশরাফির ক্যারিশম্যাটিক নেতৃত্ব আছে।

তবে দক্ষিণ আফ্রিকার ডেপি ডুমিনি মনে করেন, টেস্টে বাংলাদেশ যত বাজেই খেলুক না কেন সাকিব দলে ফেরায় ওয়ানডেতে আত্মবিশ্বাস বাড়বে বাংলাদেশের। তার দাবি, ‘কোনো সন্দেহ নেই সাকিব আল হাসান ফেরায় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়বে। টেস্টে তারা সাকিবের অভাব পরতে পরতে অনুভব করেছে। বাংলাদেশ দলের জন্য সাকিব একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সেই সঙ্গে একজন ম্যাচ উইনারও।’ ওয়ানডের বাংলাদেশকে অন্য চোখে দেখছেন ডুমিনি, ‘আমার বিশ্বাস, টেস্টের বাংলাদেশ আর ওয়ানডের বাংলাদেশ এক নয়। ওয়ানডেতে তাদের বিরুদ্ধে জেতা কঠিন হবে। সাম্প্রতিক ওয়ানডেতে অনেক ভালো করছে বাংলাদেশ। অনেক এগিয়েছে। ওয়ানডে জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে তাদের বিরুদ্ধে। তা সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে কোনো দলকে খুব বেশি এগিয়ে রাখার উপায় নেই।’

 

সর্বশেষ খবর