৬ মিনিটেই পিছিয়ে পড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। তাতে কী! এরপর ছন্দময় খেলা খেলে ২-১ গোলে এগিয়ে যায় জনপ্রিয় দলটি। কিন্তু দুর্ভাগ্য পিছু নিলে উৎসব কি করা যায়? শেষ মিনিটে গোল হজম করে পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়ে সাবেক চ্যাম্পিয়নরা। গতকাল টিম বিজেএমসির বিপক্ষে ২-২ গোলে ড্র করে শেখ রাসেল। শিরোপার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে। টপ ফাইভে থাকতেই তারা এখন পেশাদার লিগে লড়ছে। গতকাল পয়েন্ট হারানোর এই সম্ভাবনাও ম্লান হতে চলেছে। কেননা দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে ৫-এ থাকার সম্ভাবনাটা মজবুত করেছে ঢাকা মোহামেডান। সমান ম্যাচে রাসেলের সংগ্রহ ২৫। টিম বিজেএমসি দুর্বল হলেও হালকা করে দেখার উপায় ছিল না। বড় বড় দলকে রুখে দিয়েছে তারা। সতর্ক হয়ে মাঠে নামে শেখ রাসেল। প্রতিপক্ষ যে ছেড়ে কথা বলবে না তা টের পেয়ে যায় ৬ মিনিটে গোল খেয়ে। কিংসলের পেনাল্টি গোলে এগিয়ে যায় একসময় ফুটবলে আলোচিত দল বিজেএমসি। ২৮ মিনিটে ইসলাম জ্যাকির গোলে সমতায় ফিরে শেখ রাসেল। এর পরই ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। মনে হচ্ছিল যে কোনো সময় এগিয়ে যাবেন মানিকের শিষ্যরা। সুযোগ হাতছাড়া করায় গোল হয়নি। ১-১ অবস্থায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে দুই দল গোলের জন্য মরিয়া ছিল। তবে অপেক্ষাকৃত সুযোগ পায় শেখ রাসেল। প্রতিপক্ষের ডি-বক্সে বার বার হানা দিলেও কাজের কাজটি করতে পারছিল না তারা। শেষ পর্যন্ত পিছিয়ে থাকা শেখ রাসেল লিড নেয়। ৮০ মিনিটে ফ্রান্সিসকোর গোলে শেখ রাসেল ২-১ গোলে এগিয়ে যায়। খেলা একেবারে শেষের দিকে। ম্যাচের ১ মিনিট আগে পাশবন মোল্লা নাটকীয়ভাবে ম্যাচে সমতা ফেরান। শেষ মিনিটের গোলে নিশ্চিত জয় হাতছাড়া হয়ে যায় শেখ রাসেলের। এদিকে দিনের প্রথম ম্যাচে ঢাকা মোহামেডান ২-১ গোলে পরাজিত করে পুরান ঢাকার রহমতগঞ্জকে। এই জয়ের পরও টপ থ্রিতে স্থান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। লক্ষ্য তাদের ৪-এ থেকে এএফসি কাপ বাছাই পর্ব খেলার। যদিও কাজটি কঠিন। কেননা সাইফের সংগ্রহ ৩৫। যাক, চেষ্টা করায় তো ক্ষতি নেই। তাই জয়ের জন্য মোহামেডান ছিল মরিয়া। সফলও হয়েছে। প্রথম পর্বে ড্র করলেও দ্বিতীয় পর্বে জায়ান্ট কিলার রহমতগঞ্জকে হারিয়েছে। ৬ মিনিটে কিংসলের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। ৪ মিনিট পরই রহমতগঞ্জের পক্ষে সমতা ফেরান সোহেল। ৩১ মিনিটে নাসিরের গোলে পুনরায় এগিয়ে যায় মোহামেডান। শেষ পর্যন্ত জয় নিয়ে ৫-এ অবস্থান করছে ১৫ বছর ধরে লিগে শিরোপা না জেতা দলটি।
শিরোনাম
- ঠাকুরগাঁওয়ে স্কাউটস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
- রাজধানীতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা
- চতুর্থ বারের মতো বাবা, উচ্ছ্বসিত নেইমার
- ভোলায় বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা
- গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা লঙ্ঘন, যুদ্ধবিমান দিয়ে তাড়া
- মালয়েশিয়ায় খেলার মাঠেই মারা গেলেন গোলরক্ষক
- শহীদ নারীযোদ্ধাদের পরিবার যেন হারিয়ে না যায়: উপদেষ্টা শারমিন
- গ্রেনাডা টেস্ট: লড়াই জমিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া
- ভাষানটেকে মাদ্রাসা পড়ুয়া শিশুর রহস্যজনক মৃত্যু
- ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, বললেন জেলেনস্কি
- রাজামৌলির ছবিতে প্রিয়াঙ্কা?
- খুশকি দূর করার প্রাকৃতিক উপায়
- ২৩ বছর পর ফিরছে ‘জাদু’? ‘কৃষ-৪’ সিনেমায় থাকছে আরও যে চমক
- কাউফলে আছে নানারকম গুণ
- পাঁচ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে ইসরায়েল: রিপোর্ট
- থ্রেডসে ‘মেসেজ সিস্টেম’ আনলো মেটা
- একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা করছে : মির্জা ফখরুল
- বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- খিলগাঁওয়ে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ
রহমতগঞ্জকে হারাল মোহামেডান
শেষ মিনিটে জয় হাতছাড়া শেখ রাসেলের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর