সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চলতি বছর পেশাদার ফুটবল লিগ হচ্ছে না

ক্রীড়া প্রতিবেদক

চলতি বছর পেশাদার ফুটবল লিগ হচ্ছে না

শিডিউল ছিল চলতি মাসের শেষের দিকে পেশাদার লিগ মাঠে গড়াবে। কিন্তু ২০১৮ সালে দেখা মিলবে না দেশসেরা এই ফুটবল আসরে। গতকাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে লিগের পর্দা উঠবে। জাতীয় নির্বাচনের কারণে দলগুলো আবেদন করেছিল লিগ পেছাতে। তা গুরুত্ব দিয়েই নতুন বছরে নতুন লিগ শুরু হবে।

ফেডারেশন কাপের পর অবশ্য বিশ্রাম পাচ্ছেন না ফুটবলাররা। গতকাল সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩০ নভেম্বর থেকে স্বাধীনতা কাপ শুরু হবে। আজ ও আগামীকাল ফেডারেশন কাপের দুই সেমিফাইনাল। ফাইনাল হবে ২৩ নভেম্বর। এবারের লিগ ঢাকা ছাড়াও আরও ছয় ভেন্যুতে আয়োজন হবে। নির্বাচন প্রচারের সময় ঢাকার বাইরে লিগ আয়োজন করাটা কষ্টকর। সবকিছু বিবেচনা করেই পেশাদার লিগ পেছানো হয়েছে।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে লিগে যে ব্যাঘাত ঘটবে তা আগেই ধারণা করা হয়েছিল। তবে লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি এমপি বলেছিলেন, আগেও নির্বাচনের সময় লিগ হয়েছে। এবারও হবে তা নিয়ে আমরা ভাবছি না। এখন সালামরা কি সেই কথা রাখতে পেরেছেন?

সর্বশেষ খবর