রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চিটাগংয়ের কাছে খুলনার হার

ক্রীড়া প্রতিবেদক

চিটাগংয়ের কাছে খুলনার হার

হতাশা পিছু ছাড়ছে না খুলনা টাইটান্সের। গতকাল তারা ২৬ রানে হেরে যায় চিটাগং ভাইকিংসের কাছে। এ নিয়ে সাত ম্যাচে ছয়টিতেই হারল মাহমুদুল্লাহর নেতৃত্ব দেওয়া দলটি। টসে হেরে ব্যাটিংয়ে নামে মুশফিকের ভাইকিংস। শুরু থেকে খুলনার বোলারদের বিধ্বস্ত করে ফেলে তারা। প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৬ রান তোলে ভাইকিংস। ওপেনিং জুটিতে নামেন আফগানিস্তানের শাহজাদ ও ডেলপোর্ট। ১৭ রানের মাথায় ১৩ রান করে সাজঘরে ফেরেন ডেলপোর্ট। দলীয় ৫৬ রানে আউট হন দীর্ঘদেহী শাহজাদ। তার ব্যাট থেকে আসে ৩৩ রান।

এরপর মনে হচ্ছিল ম্যাচ খুলনা নিয়ন্ত্রণে নিয়ে নেবে। কিন্তু ইয়াসির আলী রাব্বি ও মুশফিক জুটি বাঁধলে সব ভেস্তে যায়। দুজনের কাছ থেকে ৫০ বলে ৮৩ রান পায় চিটাগং। আসরে নিজের প্রথম ফিফটিতে ৫ চার ও ৩ ছক্কায় মাত্র ৩৬ বলে ৫৪ রান করেন ইয়াসির। আগের ম্যাচে ৪১ বলে ৭৫ করা মুশফিক গতকালও পেয়েছেন হাফসেঞ্চুরি। ৮ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন তিনি। মুশফিক আউট হওয়ার সময় ভাইকিংসের রান ছিল ৪ উইকেটে ১৭০। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ২১৪ রান তোলে চট্টলার দলটি। বিপিএলে এবার এটিই দলীয় সর্বোচ্চ স্কোর। ২১৫ রানের তাড়া করতে নেমে শুরু থেকে বিপর্যয়ে পড়ে খুলনা। অধিনায়ক মাহমুদুল্লাহ ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৫০ রান করলেও নির্ধারিত ২০ ওভারে খুলনা ৮ উইকেটে ১৮৮ রানে থেমে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর