বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কারাদন্ড মেনে নিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

কারাদন্ড মেনে নিলেন রোনালদো

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেন ছাড়ার পার থেকেই নানাবিধ সমস্যায় জর্জরিত পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার। কিছুদিন আগে এক মডেল সেক্সুয়াল অভিযোগ এনেছিলেন রোনালদোর বিপক্ষে। অবশ্য এর আগেই কর ফাঁকির অভিযোগ আনে স্পেনিশ কর্তৃপক্ষ। শুরুতে অভিযোগ অস্বীকার করেছিলেন রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত অভিযোগ স্বীকার করে নিয়েছেন। কর ফাঁকির দায়ে ১ কোটি ৮৮ লাখ ইউরো আর্থিক জরিমানা ও ২৩ মাসের স্থগিত কারাদন্ড দিয়েছেন কর্তৃপক্ষ। সেটা মেনে নিয়েছেন বিশ্বসেরা ফুটবলার। এর আগে বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকেও কর ফাঁকির অভিযোগে আর্থিক জরিমানা ও ২১ মাসের স্থগিত কারাদন্ড দিয়েছিলেন কর্তৃপক্ষ।       

অভিযোগ অস্বীকার করলেও পরে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছান রোনালদো। এই আনুষ্ঠানিকতা সারতে গতকাল মাদ্রিদের একটি আদালতে হাজিরা দিয়ে আর্থিক জরিমান ও স্থগিত কারাদ- মেনে নেন। কারাদ- হলেও তাকে জেলে যেতে হবে না। স্প্যানিশ আইনে সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের  ক্ষেত্রে ২ বছর বা আরও কম সাজার ক্ষেত্রে জেলে যেতে হয় না। রোনালদোর বিপক্ষে ২০১৭ সালে অভিযোগ দাখিল করে কর কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে ২০১১-২০১৪ তিন বছরে ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।

সর্বশেষ খবর