দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল যখন ভীষণ চাপে, জয় যখন সংশয়ে, তখনই নিউজিল্যান্ড ক্রিকেট দলের পিতার দায়িত্ব পালন করেন কেন উইলিয়ামসন। সামনে থেকে লড়াকু মেজাজে অসাধারণ এক সেঞ্চুরি তুলে চলতি বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপসদের চার নম্বর জয় উপহার দেন। বিশ্বকাপ ক্রিকেট যখন বৃষ্টিবাধায় পড়ছে প্রতিনিয়ত, তখন রান বন্যায় ভাসছে ম্যাচগুলো। ব্যাটসম্যানরাও রান উৎসবে মাতছেন প্রতি ম্যাচে। অলিখিত লড়াইয়ে মেতে উঠে দুটি
করে সেঞ্চুরি করছেন সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, জো রুট ও রোহিত শর্মা। ২৬ ম্যাচে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ১৪টি। গতকাল নটিংহ্যামশায়ারে বাংলাদেশের বিপক্ষে চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৬৬ রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। বিশ্বকাপের শুরুতে ব্যাটসম্যানদের তালিকায় ছিলেন না সাকিব। কিন্তু ক্রিকেট মহাযজ্ঞ শুরুর খোলশ ছেড়ে বেরিয়ে সব আলো কেড়ে নেন নিজের দিকে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে চার ইনিংসে সেঞ্চুরি করেছেন ২টি এবং হাফসেঞ্চুরিও ২টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী ম্যাচে খেলেন ৭৫ রানের নানন্দিনক ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু ম্যাচে ৬৪ রান করেন। ইংল্যান্ডের বিপক্ষে একপেশে লড়াইয়ে সাকিব খেলেন ১২১ রানের দুরন্ত এক সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে খেলেন ১২৪ রানের হার না মানা ইনিংস। বল ডক্টরিংয়ে জড়িত থাকায় এক বছর নিষিদ্ধ ছিলেন ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন বিশ্বকাপ দিয়ে। ৬ ম্যাচে তার রান ৪৪৭। সেঞ্চুরি ২টি। ১০৭ পাকিস্তানের বিপক্ষে এবং গতকাল ১৬৬ রানের অসাধারণ ইনিংসটি খেলেন ১৪৭ বলে ১৪ চার ও ৫ ছক্কায়। ইংলিশ ওপেনার রুট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ এবং পাকিস্তানের বিপক্ষে ১০৭ রান করেন। ভারতের রোহিত শর্মাও সেঞ্চুরি করেছেন ২টি। ১২২ রানের অপরাজিত ইনিংস দক্ষিণ আফ্রিকা এবং ১৪০ রান করেন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হারলেও মুশফিক হার না মানা ১০২ রান করেছেন।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
সেঞ্চুরির বিশ্বকাপ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর