বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভলিবলে মেয়েদের হার

ক্রীড়া প্রতিবেদক

ভলিবলে মেয়েদের হার

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী নেপালের কাছে ৩-০ সেটে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম সেট ২৫-০৭, দ্বিতীয় সেট ২৫-০৬  ও তৃতীয় সেটে ২৫-০৬ ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা।

তিন ম্যাচে এক জয় ও দুই হারে প্রতিযোগিতার ফাইনালে খেলার আশাও শেষ হয়ে গেল বাংলাদেশের। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন জয়ী নেপাল দলের খাদকা সুনিতা। টানা তিন জয়ে ফাইনালে উঠেছে নেপাল। দিনের অন্য ম্যাচে আফগানিস্তানকে ৩-০ সেটে হারিয়েছে কিরগিজস্তান। প্রথম সেট ২৫-০৬, দ্বিতীয় সেট ২৫-০৭ ও তৃতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে জিতে কিরগিজস্তান। জয়ী দলের শুমকারবেকোভা আলিয়া সেরা খেলোয়াড় হয়েছেন। হারলেও দলের খেলায় খুশি বাংলাদেশের কোচ গোলাম রসুল মেহেদী। তিনি বলেন, ‘এ ফলাফলেও আমরা খুশি। আমার এই মেয়েরা নতুন। তাদের ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। আন্তর্জাতিক  কোনো ম্যাচ তারা খেলেনি। তারপরও আমরা এই টুর্নামেন্টে একটা পর্যায়ে এসেছি।’ শক্তিশালী দলের মুখোমুখি হয়ে মেয়েরা নার্ভাস হয়ে পড়েছিল। বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেললে এই অবস্থা কেটে যাবে বলে মনে করেন মেহেদী। বাংলাদেশ আজ কিরগিজস্তানের মুখোমুখি হবে। এছাড়াও নেপাল মুখোমুখি হবে মালদ্বীপের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর