বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রহমতগঞ্জ ১ বার ফাইনাল খেলেছে

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ মুসলিম-ফ্রেন্ডস সোসাইটি। তবুও ঘরোয়া ফুটবল আসরে বড় কোনো সাফল্য নেই তাদের। সর্বোচ্চ প্রাপ্তি লিগে একবার রানার্স আপ। ১৯৭৭ সালে রহমতগঞ্জ প্রথম বিভাগ লিগে ফাইনাল খেলে। প্রতিপক্ষ ছিল ঢাকা আবাহনী। ম্যাচে ০-৩ গোলে হেরে যায় তারা। সেবারই দুই দল নিয়ে অনুষ্ঠিত লিবারেশন কাপ ফুটবলেও রহমতগঞ্জ রানার্স আপ হয়। চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী। সেটাতো আর ফাইনাল ছিল না। ঘরোয়া আসরে তাই রহমতগঞ্জ একবারই ফাইনাল খেলে। আজ মোহামেডানকে হারালেই প্রথম বারের মতো ফেডারেশন কাপ ফাইনাল খেলবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই দলটি।

সর্বশেষ খবর