শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
উৎসবের অপেক্ষায় লিভারপুল

টানা ৪১ ম্যাচে অপরাজিত

ক্রীড়া ডেস্ক

টানা ৪১ ম্যাচে অপরাজিত

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপাটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে লিভারপুলের। এখন অপরাজিতভাবে অলরেডরা বিজয় উৎসব করতে পারবে কিনা দেখার বিষয়। বুধবার রাতে তারা নিচের সারির দল ওয়েস্টহ্যামকে ২-০ গোলে পরাজিত করে। ২৪ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে থাকল। সব মিলে লিগে টানা ৪১ ম্যাচে অপরাজিত রইল তারা। সে সঙ্গে সব প্রতিপক্ষকে হারানোর চক্র পূরণ করল আলফিল্ডের দলটি। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি। প্রথম পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে শুধু ড্র করেছিল তারা।

ম্যাচের ৩৫ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। ওয়েস্টহ্যামের ডি-বক্সে ওরিগি ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টি ধরেন। গোল করেন সালাহ। এটি তার লিগে দ্বাদশ গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে আরও আক্রমণমুখী হয়ে উঠে লিভারপুল। ৫২ মিনিটে চেম্বার লেইনকে দারুণ পাস দেন সালাহ। সেই পাসেই জালে বল পাঠান ইংলিশ এ মিডফিল্ডার। ১৯৯০ সালে শেষবারের মতো লিগ জিতেছিল লিভারপুল। তিন দশক ধরে শিরোপার বাইরে থাকাটা অলরেডদের বড় ব্যর্থতাই বলা যায়। উয়েফা চ্যাম্পিয়ন লিগ জিতেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর