বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মিরপুরে জনসমুদ্র

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে জনসমুদ্র

আকবরদের দেখতে জনসমুদ্রে পরিণত হয় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। হাজার হাজার ক্রিকেটপ্রেমী উপস্থিত হয়ে বীর ক্রিকেটারদের বরণ করে নিয়েছেন নেচে গেয়ে। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় বিসিবিও লাল-নীল বাতিতে সেজেছে। ক্রিকেটারদের বহনকারী বাসটিকে প্রায় একশ মোটর সাইকেল এসকর্ট করে নিয়ে আসে।

বিকাল ৫টায় যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের বহন করে এমিরেটস এয়ারওয়েজের বিমানটি পা রাখে বিমানবন্দরে। সেখান থেকে সন্ধ্যা ৬টায় রওনা দেয় ক্রিকেটারদের নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বাসটি। সাড়ে ৬টায় যখন বাসটি মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করে, তখন রাস্তার দুধারে ক্রিকেটপ্রেমীরা বাদ্য বাজনা বাজিয়ে এবং লাল-সবুজ পতাকা নাড়িয়ে বরণ করেন ক্রিকেটারদের। সন্ধ্যা সাড়ে ৭টায় স্টেডিয়ামের সবুজ গালিচায় আতশবাজির ঝলকানিতে কেক কাটেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে সময় উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা এবং বিসিবি পরিচালকরা। এরপর রাত ৮টায় মিডিয়ার মুখোমুখিতে টাইগার অধিনায়ক আকবর বলেন, ‘ভেবেছিলাম কিছু একটা হবে। কিন্তু ক্রিকেটপ্রেমীদের এমন ভালোবাসা পাব, ভাবতেই পারিনি। আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি এটি।’ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের এক নজর দেখতে গতকাল মাঠে উপস্থিত হাজারো ক্রিকেটপ্রেমী চিৎকার করতে থাকেন, ‘আকবর’, ‘আকবর’ বলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর