বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ফুটবলে করোনার আঘাত আক্রান্ত চার ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে করোনার আঘাত আক্রান্ত চার ফুটবলার

অনুশীলন হলেও দীর্ঘদিন পর মাঠে নামার সুযোগ পাচ্ছেন ফুটবলাররা। অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় লেগ। এত দিনে তা শেষও হয়ে যেত। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়। পেশাদার লিগও বাতিল ঘোষণা করা হয়। এ অবস্থায় খেলোয়াড়রা গৃহবন্দীই ছিলেন বলা যায়। দ্বিতীয় লেগের জন্য প্রাথমিক স্কোয়াডে ৩৬ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়। এদের নিয়েই আগামীকাল গাজীপুর রিসোর্টে ক্যাম্প শুরু হবে। তবে ক্যাম্পে যেতে হলে খেলোয়াড়দের করোনা রিপোর্টে নেগেটিভ থাকতে হবে। তা না হলে ক্যাম্পে যেতে পারবেন না।

ক্যাম্পে তিনধাপে খেলোয়াড় নেওয়া হবে। গতকাল প্রথমধাপে ১২ জনের গাজীপুরে যাওয়ার কথা। তবে বিশ্বনাথ ঘোষ এ তালিকা থেকে বাদ পড়েন করোনা ধরা পড়ায়। তিনি নিজ উদ্যোগে টেস্ট করান। বাকিদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বাফুফে টেস্টের ব্যবস্থা করে। জরুরি বলে রিপোর্ট দুপুরে পেয়ে যাওয়ার কথা। বিকালেই গাজীপুরে যাবে এমন শিডিউল ছিল। অথচ সন্ধ্যা পেরিয়ে গেলেও রিপোর্ট আসছিল না। এ নিয়ে টেনশনের শেষ ছিল না ফুটবলারদের। যদি পজিটিভ ধরা পড়ে তাহলে কি হবে? শেষ পর্যন্ত রিপোর্ট এলো। আর তাতেই কপাল পুড়ল তিন ফুটবলার ম্যাথিউস বাবলু, নাজমুল ইসলাম রাসেল ও সুমন রেজার। করোনা রেজাল্টে তাদের পজিটিভ এসেছে। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। দুই সপ্তাহে বাসায় আইসোলেশনে থাকবেন। এরপর রেজাল্ট নেগেটিভ হলে ক্যাম্পে যোগ দিতে পারবেন। উল্লেখ্য এ তিন জনই ছিলেন এবার নতুন মুখ। ক্যাম্পে গেছেন পাপ্পু হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মঞ্জুর রহমান মানিক, আবদুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও সুফিল।

সর্বশেষ খবর