শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শেষ হয়ে যাচ্ছে ভেট্টরির ১০০ দিনের চুক্তি!

ক্রীড়া প্রতিবেদক

শেষ হয়ে যাচ্ছে ভেট্টরির ১০০ দিনের চুক্তি!

ভেট্টরির সঙ্গে আমাদের বছরে ১০০ দিনের চুক্তি। আমার মনে হচ্ছে এখনো ১০০ দিন শেষ হয়নি। চুক্তিটি করা হয়েছিল মূলত অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপকে ঘিরে।

আজকালের মধ্যে বাংলাদেশে পা রাখবে টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গা, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক। কিন্তু স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি ও ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান নিউজিল্যান্ড থেকে সরাসরি টাইগারদের সঙ্গে যোগ দিবেন শ্রীলঙ্কায়। স্পিন কোচ ভেট্টরির সঙ্গে বিসিবির ১০০ দিনের চুক্তির মেয়াদ ১৫ নভেম্বর পর্যন্ত। সেটা হয়তো শ্রীলঙ্কা সিরিজের পরপরই শেষ হয়ে যাবে। এরপর নিউজিল্যান্ডের কিংবদন্তির ক্রিকেটারের সঙ্গে চুক্তি বর্ধিত করবে কিনা, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিবি, জানিয়েছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘ভেট্টরির সঙ্গে আমাদের বছরে ১০০ দিনের চুক্তি। আমার মনে হচ্ছে এখনো ১০০ দিন শেষ হয়নি। চুক্তিটি করা হয়েছিল মূলত অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপকে ঘিরে।’ যেহেতু বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে গিয়েছে, তাই তার চুক্তি নিয়ে ভাবতেই হচ্ছে বিসিবিকে। এই ভাবনায় বিসিবি সিইও স্পষ্ট করেই বলেছেন, ‘ভেট্টরির সঙ্গে আমাদের চুক্তি নতুন করে বাড়াব কিনা ঠিক হয়নি। তার সার্ভিস যদি প্রয়োজন বোধ করি, তাহলে আমরা তার বিষয়ে নতুন করে ভাববো।’ বিসিবি সিইও’র কথা স্পষ্ট, কোচিং স্টাফের সবচেয়ে মূল্যবান ড্যানিয়েল ভেট্টরিকে নিয়ে খুব বেশি আগ্রহী নয় বিসিবি। প্রাত্যহিক চুক্তিভুক্ত ভেট্টরির দৈনিক ভাতা ২৫০০ ডলার। তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান ও বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, ১০০ দিন যেহেতু শেষ হয়নি, তাই শ্রীলঙ্কা সিরিজের পরও ভেট্টরি কাজ করবেন।  

সর্বশেষ খবর