শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
বাফুফে নির্বাচন

মনোনয়নপত্র বিক্রি শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক

দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তারপরও নির্বাচনী উত্তাপে পুড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্বাচনে আগ্রহী প্রার্থীগণ ব্যস্ত হয়ে পড়েছেন ভোটারদের সঙ্গে যোগাযোগ করায়। করোনাকালেই ভিড় লেগে আছে বাফুফে ভবনে। বাফুফের নির্বাচন ৩ অক্টোবর। এক মাস আগেই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হয়নি, তাই প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন গতকাল বাফুফে ভবনে মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করে জানিয়েছেন, জ্বর নিয়ে কোনো প্রার্থী কিংবা ভোটার নির্বাচনী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, ‘নির্বাচনের দিন কেউ জ্বর নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সারা বিশ্বে জ্বরকে করোনার একটি মাপদন্ড হিসেবে ধরা হচ্ছে। তাই আমরা সেটাই অনুসরণ করব।’ বাফুফে নির্বাচনে ভোটারের সংখ্যা ১৩৯। নির্বাচনের মনোনয়নপত্র বিক্রয় শুরু হবে আগামীকাল। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ৮ সেপ্টেম্বর। আপত্তি জানাতে পারবে মাত্র একদিন। মনোনয়নপত্র বাছাই ১১ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের সময়সীমা ৮-১২ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। নির্বাচনে সভাপতি ছাড়া সহ সভাপতি পদ ৪টি। সদস্য পদ ১৫টি। তিন সদস্যের নির্বাচন কমিশন মেজবাহ উদ্দীন ছাড়া মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোতাহের হোসেন সাজু।

সর্বশেষ খবর