শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আরও সতর্ক ক্রিকেট বোর্ড

ক্রীড়া প্রতিবেদক

আরও সতর্ক ক্রিকেট বোর্ড

‘প্রথম থেকেই আমরা একটা বিষয়ে জোর দিয়েছি যে, বিসিবিতে যত কম লোক যাওয়া-আসা করে ততই ভালো। কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ বাসায় থেকেই কাজ করছেন। আবার যাদের না এলেই নয় তারা আসছেন। একজন আক্রান্ত হওয়ায় বিষয়টি নিয়ে আমরা আরও সতর্ক থাকব। তা ছাড়া ক্রিকেটারদের যতটা সম্ভব আইসোলেটেড করে অনুশীলন করানো যায় সে বিষয়ে দৃষ্টি থাকবে।’

 

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ব্যক্তিগতভাবে অনুশীলন করে যাচ্ছিলেন ক্রিকেটাররা। দিন দিন টাইগাররা পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিচ্ছিলেন। কারণ লঙ্কা সফরের দলে সুযোগ পাওয়া নিয়ে সবার মাঝেই একটা ‘অদৃশ্য’ লড়াই চলছে, কে কার চেয়ে ফিটনেসে এগিয়ে থাকতে পারেন।

২১ সেপ্টেম্বর শুরু হবে দলীয় অনুশীলন। তার আগে ফিটনেস এবং স্কিলে এগিয়ে থাকার প্রতিযোগিতাটা (ব্যক্তিগত অনুশীলন) বেশ জমেই উঠেছিল। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিও নানাভাবে ক্রিকেটারদের অনুশীলনে সহযোগিতা করছিল। বিসিবির ট্রেনারদের তত্ত্বাবধানেই ক্রিকেটাররা অনুশীলন করছিলেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশাপাশি দেশের বিভিন্ন স্টেডিয়ামেও ক্রিকেটারদের অনুশীলন চলছে। কিন্তু হঠাৎ করোনা আতঙ্কে ঢাকার ক্রিকেটারদের অনুশীলন তিন দিনের জন্য বন্ধ। কারণ মিরপুরে এক ট্রেনার করোনা ‘পজিটিভ’ হয়েছেন।

গতকাল অনুশীলন হয়নি এবং আজ ও আগামীকাল মিরপুরে অনুশীলন বন্ধ থাকবে বলে বিসিবি জানিয়ে দিয়েছে। তবে অনুশীলন বন্ধ থাকলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে বাংলাদেশ প্রতিদিনকে জানালেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড করোনার ব্যাপারে অনেক সতর্ক। অনুশীলন তিন বন্ধ করা হয়েছে বলে আতঙ্কের কিছু নেই। ভয়েরও কিছু নেই। আমরা যখন শুনতে পেয়েছি একজন ট্রেনার আক্রান্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে তিন দিন অনুশীলন বন্ধ রেখেছি।’

জালাল ইউনুস বলেন, ‘এটা সতর্কতা এবং নিরাপত্তারই অংশ। তা ছাড়া এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের যথেষ্ট প্রস্তুতিও আছে। একজন আক্রান্ত হওয়ায় তার কাছ থেকে আরেকজনের কাছে যাতে না ছড়ায় এ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে বিসিবির চিকিৎসকদের তত্ত্বাবধানে রেখে পরিচর্যা করা হচ্ছে।’

করোনা নিয়ে বিসিবি কী কী পরিকল্পনা হাতে নিয়েছে? এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘প্রথম থেকেই আমরা একটা বিষয়ে জোর দিয়েছি যে, বিসিবিতে যত কম লোক যাওয়া-আসা করে ততই ভালো। কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ বাসায় থেকেই কাজ করছেন। আবার যাদের না এলেই নয় তারা আসছেন। একজন আক্রান্ত হওয়ায় বিষয়টি নিয়ে আমরা আরও সতর্ক থাকব। তা ছাড়া ক্রিকেটারদের যতটা সম্ভব আইসোলেটেড করে অনুশীলন করানো যায় সে বিষয়ে দৃষ্টি থাকবে।’

অনেক দিন পর ক্রিকেটাঙ্গন যখন ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠছে তখনই হঠাৎ করে করোনা আতঙ্ক! এ বিষয়টি শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের মধ্যে কি কোনোরকম প্রভাব ফেলতে পারে? জালাল ইউনুস বলেন, ‘এটা খুবই স্বাভাবিক ঘটনা। এমনটা হতেই পারে। আমরা সতর্ক আছি কি না, সেটাই আসল কথা। তা ছাড়া ইংল্যান্ড সফরের আগে পাকিস্তানেও তো এমন হয়েছিল। বেশ কয়েকজন ক্রিকেটার পরে গেছেন। তাই আমাদের এখানে এ ঘটনায় কোনোরকম প্রভাব পড়বে বলে আমি মনে করি না।’

এদিকে আজ থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) সাকিব আল হাসানের অনুশীলন করার কথা। গতকাল দেশসেরা অলরাউন্ডারের করোনা পরীক্ষার ফলও দেওয়ার কথা। কিন্তু এ বিষয়ে বিসিবি কিছুই জানে না। জালাল ইউনুস বলেন, ‘সাকিবের বিষয়ে কিছু বলতে পারব না। সে বিকেএসপিতে অনুশীলন করবে। তার মতো করে ব্যবস্থা করেছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর