শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এবার ফিফার নজরে ‘স্বপ্নচূড়া’

‘ফিফার এ পোস্ট আমাকে দারুণ আনন্দিত করেছে। আশা করি, এবার বাংলাদেশের মানুষও আমাদের ভালো চোখে দেখবে। মেয়েদের ফুটবলকে মূল্যায়ন করবে।’

ক্রীড়া প্রতিবেদক

এবার ফিফার নজরে ‘স্বপ্নচূড়া’

সুদূর হাওরাঞ্চল সুনামগঞ্জের দিরাই থেকে গত মৌসুমে মেয়েদের লিগ খেলতে এসেছিল স্বপ্নচূড়া ফুটবল একাডেমির মেয়েরা। ঘটা করে নামও লিখিয়েছিল। স্বপ্ন ছিল লিগে ভালো কিছু করে সামনের পথ আরও সহজ করা। কিন্তু সেই লিগে খেলতে পারেনি স্বপ্নচূড়ার মেয়েরা। ভাঙা মন নিয়ে বাড়ি ফিরতে হয়। তবে শত প্রতিকূলতার পরও থেমে নেই হাওরের মেয়েদের কঠোর অনুশীলন। প্রতিনিয়তই তারা প্রাকৃতিক ও সামাজিক প্রতিবন্ধকতা জয় করে নিজেদের ফুটবলার হিসেবে গড়ে তোলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কঠোর এ সংগ্রামের খবর পৌঁছে গেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছেও। মেয়েদের ফুটবল নিয়ে ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে (ফিফা উইম্যান্স ওয়ার্ল্ড কাপ) স্বপ্নচূড়ার মেয়েদের নিয়ে একটি পোস্ট করা হয়েছে। একটি ভিডিও প্রতিবেদনের পাশে ফিফা লিখেছে, ‘এ গ্রহে ফুটবল হচ্ছে বৈশ্বিক ভাষা। বৃষ্টির মৌসুমে প্রায় বন্যার কারণে সমস্যা দেখা দেয়। এই মেয়েরা (স্বপ্নচূড়া) প্রায়ই সমালোচনার শিকার হয়। কিন্তু তারা লক্ষ্যে অবিচল। ৬ কিলোমিটার দূর থেকে নৌকায় এসে অনুশীলন করে ওরা।’ ফিফার এ অনুপ্রেরণায় দারুণ আনন্দিত স্বপ্নচূড়ার পরিচালক রাকিব আহমেদ, ‘ফিফার এ পোস্ট আমাকে দারুণ আনন্দিত করেছে।’

সর্বশেষ খবর