উয়েফা নেশন্স লিগে স্পেনের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে পারত জার্মানি। কিন্তু ম্যাচের যোগ করা সময়েরও একেবারে শেষ মুহূর্তে দারুণ এক নাটকের দেখা মিলে। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল জার্মানরা। ঠিক সেই সময়ই দারুণ এক গোলে সমতায় ফিরে জার্মানির জয়ের উৎসব শেষ করে দেন স্পেনের হোসে লুইস গায়া। গত বৃহস্পতিবার এ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচে জার্মান ক্লাব স্টুটগার্টের মাঠ মার্সিডিজ বেঞ্জ অ্যারিনায় ১-১ গোলে ড্র করেছে দুই দল। ম্যাচের ৫১ মিনিটে টিমো ওয়ার্নারের গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। কিন্তু ৯০+৫ মিনিটে গোল করে স্পেনকে পরাজয়ের লজ্জা থেকে বাঁচিয়ে দেন হোসে লুইস গায়া। এ ড্রয়ে দুই ফেবারিটের সামনের পথ আরও কঠিনই হল! এই গ্রুপে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেন।
এদিকে উয়েফা নেশন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা গেরেথ বেলের দল ওয়েলস ১-০ গোলে হারিয়েছে ফিনল্যান্ডকে। বি লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে থাকল তারা। এই গ্রুপের অপর ম্যাচে বুলগেরিয়া-আয়ারল্যান্ড ১-১ গোলে ড্র করেছে। একই রাতে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রাশিয়া। বি লিগের তিন নম্বর গ্রুপে শীর্ষে অবস্থান করছে তারা। এই গ্রুপের অপর ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। এছাড়াও গত বৃহস্পতিবার নেশন্স লিগের ম্যাচে ফারো আইল্যান্ড ৩-২ গোলে হারিয়েছে মাল্টাকে। তবে মলদোভা-কসভো ১-১ গোলে এবং স্লোভেনিয়া-গ্রিস ও লাটভিয়া-অ্যান্ডোরা গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে।
উয়েফা নেশন্স লিগ
জার্মানি ১-১ স্পেন
তুরস্ক ০-১ হাঙ্গেরি
রাশিয়া ৩-১ সার্বিয়া
ইউক্রেন ২-১ সুইজারল্যান্ড
ফিনল্যান্ড ০-১ ওয়েলস
বুলগেরিয়া ১-১ আয়ারল্যান্ড
স্লোভেনিয়া ০-০ গ্রিস
ফারো আইল্যান্ডস ৩-২ মাল্টা
লাটভিয়া ০-০ অ্যান্ডোরা