শিরোনাম
শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রুটের শততম টেস্টে ফিরছেন কোহলি

‘ভারতের মাটিতে তাদের বিপক্ষে খেলা কঠিন। আমরা ভীত নই। আমরা পুরোপুরি প্রস্তুত। ৪টি খেলব এবং জেতার রসদ আমাদের রয়েছে।’

ক্রীড়া প্রতিবেদক

ভারতের মাটিতে ইংল্যান্ড পা রেখেছে শ্রীলঙ্কা জয় করে। ভারত ঘরে ফিরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ খেলে। আজ চেন্নাইয়ে দুই দল চার টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখিতে হচ্ছে। টেস্টটি আবার দুই দলের দুই অধিনায়ক বিরাট কোহলি ও জো রুটের জন্য ভিন্ন ভিন্ন আবেদনের।

ভারতীয় অধিনায়ক প্রথম সন্তান জন্মদানের সময় স্ত্রী আনুশকার পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলে ফিরে আসেন দেশে। রুটের ১০০নম্বর টেস্ট। টেস্ট ক্রিকেট ইতিহাসে ১০০তম টেস্ট খেলবেন ইংলিশ অধিনায়ক ৬৯নম্বর ক্রিকেটার হিসেবে। ইংল্যান্ডের পক্ষে তার আগে টেস্ট খেলার সেঞ্চুরি করেছেন আরও ১৪জন। ভারত সফরে রয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যা একজন জেমস অ্যান্ডারসন (১৫৭)।

চেন্নাইয়ে দুই দল আজ পরস্পরের বিপক্ষে খেলবে ১২৩ নম্বর টেস্ট। কোহলির ভারত দুরন্ত ফর্মে থাকলেও পরস্পরের লড়াইয়ে পাল্লা হেলে আছে ইংল্যান্ডের দিকে, ৪৭টি এবং ভারত জিতেছে ২৬টি। কোহলি ফেরায় অধিনায়কত্বের ব্যাটন পরিবর্তন হচ্ছে আজিঙ্কা রাহানের হাত থেকে। 

রুট বাহিনী রয়েছে দুরন্ত ফর্মে। তারা ভারত সফরে এসেছে করোনাকালীন ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে। ভারতের মাটিতে খেলবে চার টেস্ট, ৫ টি-২০ ও ৩ ওয়ানডে। ভারতের মাটিতে খেলা বলে সিরিজ কঠিন হবে মানছেন। তবে  জেতার মতো সামর্থ্য রয়েছে বলেন ইংলিশ অধিনায়ক, ‘অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘরের মাঠে চাপেই থাকবে ভারত। ভারতের মাটিতে তাদের বিপক্ষে খেলা কঠিন। আমরা ভীত নই। আমরা পুরোপুরি প্রস্তুত। ৪টি খেলব এবং জেতার রসদ আমাদের রয়েছে।’

রুট ৯৯ টেস্টে রান করেছেন ৮২৪৯। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার সেঞ্চুরি করেছেন অ্যালিয়েস্টার কুক( ১৬১), অ্যান্ডারসন (১৫৭), স্টুয়ার্ট ব্রড (১৪৪), অ্যালেক স্টুয়ার্ট (১৩৩), ইয়ান বেল (১১৮), গ্রাহাম গুচ (১১৮), ডেভিড গাওয়ার (১১৭), মাইক আথারটন (১১৫). কলিন কাউড্রে (১১৪), জিওফ বয়কট(১০৮), কেভিন পিটারসেন (১০৪), ইয়ান বোথাম (১০২), এন্ড্রু স্ট্রাউস (১০০) ও গ্রাহাম থর্প(১০০)।

সর্বশেষ খবর