রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা
সেরেনা উইলিয়ামস

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে

ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককের সপ্তম বাছাই সেরেনা উইলিয়ামস স্বদেশি ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। রোলাঁ গাঁরোয় ৩৯ বছর বয়সী সেরেনা জেতেন ৬-৪, ৬-৪  গেমে। শেষ ষোলোয় কাজাখস্তানের এলেনা রিবাকিনার মুখোমুখি হবেন তিনি। ২০১৬ সালের পর ফ্রেঞ্চ ওপেনে চতুর্থ রাউন্ড পার হতে পারেননি সেরেনা।

সর্বশেষ খবর