বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা
সেমির লড়াই

ইংল্যান্ডের ইস্পাত কঠিন ডিফেন্স

ইংল্যান্ডের ইস্পাত কঠিন ডিফেন্স

ইউরো কাপের সেমিফাইনালে আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-ডেনমার্ক। প্রথমবারের মতো ইউরো কাপে ফাইনাল খেলার হাতছানি ইংল্যান্ডের সামনে। অন্যদিকে ১৯৯২ সালের পর আরও একবার ইউরো কাপ জয়ের সুযোগ ডেনমার্কের। দুটি দলই দারুণ খেলছে ইউরো কাপে। এরিকসেনের অনুপ্রেরণাই ডেনমার্কের শক্তি। এখন পর্যন্ত তারা ১১ গোল করেছে টুর্নামেন্টে। বিপরীতে গোল হজম করেছে ৫টি। ইংল্যান্ড ৮ গোল করেছে। তবে কোনো গোল হজম করেনি এখনো। দুই দলের লড়াইটা বেশ উপভোগ্য হতে পারে দর্শকদের জন্য!

 

রণকৌশল

ইংল্যান্ড

ইংল্যান্ড সাধারণত ৪-২-৩-১ ফরমেশনে খেলতে নামে। তবে প্রতিপক্ষ আক্রমণাত্মক ফুটবল খেললে ৩-৪-৩ ফরমেশনেও খেলতে নামে তারা। জার্মানির বিপক্ষেই এই ফরমেশনে দল নামিয়েছিলেন সাউথগেট। হ্যারি কেইন সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন। তাকে বাম দিক থেকে স্টারলিং ও ডান দিক থেকে স্যানচো বল বাড়িয়ে দেন। জমাট বাধা ডিফেন্সের পাশাপাশি সুপার অ্যাকটিভ মিডফিল্ড।

গ্যারেথ সাউথগেট কোচ, ইংল্যান্ড

আমাদের দারুণ একটা সুযোগ। ইউরো কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠে আমরা ইতিহাস গড়তে পারি। তবে এটা কোনো চাপ নয় দলের ফুটবলারদের জন্য। বরং এটা আরও একটা চ্যালেঞ্জ আমাদের জন্য।

 

এরিকসেনের অনুপ্রেরণাই ডেনমার্কের শক্তি

রণকৌশল

ডেনমার্ক

ডেনমার্ক ৩-৪-২-১ ফরমেশনে খেলতে নামে। এই ফরমেশনের সুবিধা হলো, দ্রুততালে ডিফেন্সে ও আক্রমণভাগে শক্তি বাড়ানো যায়। প্রতিপক্ষের যে কোনো পরিকল্পনার বিপক্ষে কার্যকরী ফুটবল খেলা যায়। এই ফরম্যাটেই গত তিন ম্যাচে ড্যানিশরা ১০ গোল করেছে। বিপরীতে মাত্র ২টি গোল হজম করেছে। ইংল্যান্ডের বিপক্ষে একই ফরম্যাটে দেখা যেতে পারে ডেনমার্ককে।

ক্যাসপার হুলমান্ড কোচ, ডেনমার্ক

আমাদের কাছে সেমিফাইনালের ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ খেলার মতো হয়ে গেল। তবে এ ম্যাচেও উপভোগ করার অনেক কিছু আছে। আমরা মূলত সামনের দিকেই দেখার চেষ্টা করছি। স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক থাকবে।

সর্বশেষ খবর