শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

কোরিয়ার মেয়ে অ্যানের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

কোরিয়ার মেয়ে অ্যানের রেকর্ড

দারুণ প্রাপ্তি দিয়ে টোকিও অলিম্পিক শুরু হলো অ্যান সানের। দক্ষিণ কোরিয়ার এ আর্চার রিকার্ভ মহিলা এককে অলিম্পিক ইতিহাসের ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন। গতকাল র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২০-এর মধ্যে ৬৮০ স্কোর করেন তিনি। এ ইভেন্টে অলিম্পিকে আগের রেকর্ডটি ছিল ইউক্রেনের লিনা হেরাসিমেনকোর। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে ৬৭৩ স্কোর করেছিলেন তিনি। রেকর্ড গড়ে অ্যান সান বলেছেন, ‘আমি আসলেই প্রত্যাশা করিনি এমন এক রেকর্ড গড়ব। এটাই আমার প্রথম অলিম্পিক। আমি দারুণ আনন্দিত।’ অ্যান সানের সতীর্থ জ্যাং মিন হি (৬৭৭) ও ক্যাং চায়ে ইয়ং (৬৭৫) এবং মেক্সিকোর আলেসান্দ্রা ভ্যালেন্সিয়াও (৬৭৪) হেরাসিমেনকোর রেকর্ড স্কোর টপকেছেন।

সর্বশেষ খবর