শিরোনাম
শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভিতালিনার বিরল কীর্তি

ভিতালিনার বিরল কীর্তি

অলিম্পিকের ইতিহাসে এক আসরে শুটিংয়ে তিনটি পদক জিতেছেন রাশিয়ার ভিতালিনা বাতসারাশকিনা। মেয়েদের ২৫ মিটার পিস্তলে তিনি শুট অফে সোনা জিতেছেন গতকাল। এর আগে ভিতালিনা ১০ মিটার পিস্তলে সোনা ও ১০ মিটার পিস্তলের মিশ্র ইভেন্টে রুপাও জিতেছেন। অলিম্পিকের একই আসরে শুটিংয়ে প্রথম শুটার হিসেবে দুটি সোনা ও একটি রুপাসহ তিনটি পদক জেতার বিরল কীর্তি গড়া ভিতালিনা উচ্ছ্বসিত, ‘এটা জিতে আমি খুবই খুশি ও রোমাঞ্চিত। আমি খুব দ্রুত দেশে ফিরে যেতে উন্মুখ হয়ে আছি। সেই জুন থেকে আমি বাড়ির বাইরে।’

রিও অলিম্পিকে সোনাজয়ী থাকা বুলগেরিয়ার আন্তোয়ানেতা কোস্তাদিনোভা ইভেন্ট শেষ করেন চারে থেকে। যদিও কোস্তাদিনোভা ১০ মিটার পিস্তলে রুপা জিতেছিলেন ভিতালিনার পেছন থেকে। এদিকে প্রথম মহিলা শুটার হিসেবে ৯টি অলিম্পিকে অংশ নেওয়া জর্জিয়ার নিনো সালুকভাৎসে টোকিও অলিম্পিক শেষ করেছেন পদকশূন্য থেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর