শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় স্থানও হারাচ্ছে ঢাকা আবাহনী!

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় স্থানও হারাচ্ছে ঢাকা আবাহনী!

পেশাদার ফুটবল লিগে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। হ্যাটট্রিক শিরোপার রেকর্ড আছে তাদের। সেই দলেরই একি হাল। গেল আসরে বসুন্ধরা কিংসের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে রানার্সআপ হয়েছিল তারা। এবার হারানো গৌরব ফিরে পেতে শক্তিশালী দল গড়ে। কিংসের ঘরে ট্রফি থেকে যাওয়ায় তাদের শিরোপার আশা শেষ হয়ে যায়। তবে রানার্সআপ হওয়ার ভালোই সম্ভাবনা ছিল। তাও অনেকটা ফিকে হয়ে গেছে বলা যায়। কিংসের কাছে শেখ জামালের হার ও আগের ম্যাচে আরামবাগকে হারানোয় ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই ছিল আবাহনী। কিন্তু শেখ জামাল পুনরায় দুইয়ে ফিরে উত্তর বারিধারাকে হারিয়ে। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪২।

আবাহনীরও দুইয়ে ফেরার সুযোগ ছিল। তা আর হলো না। জয়ের বদলে হেরে যাওয়ায় এক ম্যাচ বেশি খেলেও ৪০-এ থাকতে হচ্ছে জনপ্রিয় দলটিকে। শেখ জামাল পরবর্তী ম্যাচে জিতলেই আবাহনীকে ৫ পয়েন্টে পেছনে ফেলে দেবে। লিগ এখন একেবারে শেষের দিকে। আবাহনীর যে অবস্থা তাতে অনেক দিন পর তিনে নেমে আসার শঙ্কা দেখা দিয়েছে। লিগে গতকাল ছিল আবাহনীর তৃতীয় হার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাইফের কাছে ২-৩ গোলে হেরে যায় তারা। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে আবাহনী তা শোধ করে ম্যাচে ফিরেছিল। ট্র্যাজেডি হচ্ছে হেরেই মাঠ ছাড়তে হয়েছে আবাহনীর। বিজয়ী দলের ইকেচুকু ২, জন ওকোলি ১ ও বিজিতের পক্ষে বেলফোর্ট ও জুয়েল রানা গোলগুলো করেন। 

সর্বশেষ খবর